ঋতুপতি-রাতি উজাগর জরজর
দূতিক নিকটে বোলাই।
নিজ করে বেশ বনাই আদর করি সুন্দরি
নাগর নিকট পাঠাই।।
সহচরি চলি গেও শ্যামরূ পাশ।
গলে অম্বর ধরি যুগল কর জোরি
কহত মধুরিম ভাষ।।
চল চল চতুর শিরোমণি নাগর
অলস পরিহরি দূরে।
রাই তোহারি কুঞ্জে সই লুটত
বসন ভিজায়ই লোরে।।
রঙ্গশালে একলে বরনাগর
রঙ্গ মগন ভরিপূর।
চঞ্চল চিত করয়ে মন মানস
গদগদ বচন মধুর।।
দূতিক হাত পাকড় করি লেওল
কেশ ধরল একহাতে।
কত পরকার হাত ছোড়ায়ই
বেশ খণ্ডিত ভেল তাহে।।
ধস ধস জীবন ধাই চলি আয়লু
রাই নিয়ড়ে উপনীত।
গোবিন্দদাস অতএ আহ মানিয়ে
দূতিক দেখি বিপরীত।।