ঋতুপতি রয়নি বিলাসিনি কামিনি
আলসে ঢুলু ঢুলু আঁখি।
কাঞ্চন বরণ হরণ তনু অরুণিত
মধুর মধুর মৃদু ভাখি।।
সব সহচরিগণ আওল তৈখন
এক জন করয়ে পুছারি।
কহ ধনি কৈছনে গিরিবরধর সনে
কালি খেললি পিচকারি।।
পদ্মা সহচরি কৈছনে বাঁচলি
বাঁচলি তুমুল সংগ্রামে।
গৃহপতি সেবন কাজে রহলুঁ তব
যাই না পেখলুঁ হামে।।
শুনি তব রসবতি হরিষে ভরল মতি
কহ সোই কৌতুক ভাষ।
সো বচনামৃতে শ্রবণ জুড়ায়ই
ইহ গোবর্দ্ধন দাস।।