এইত মাধবী-তলে আমার লাগিয়া পিয়া
যোগী যেন সদাই ধেয়ায়।।
সো পিয়া বিন হিয়া ফাটিয়া না যায় গো
নিলজ পরাণ নাহি যায়।।
সখি হে বড় দুখ রহল মরমে।
আমারে ছড়িয়া পিয়া মথুরা রহল গিয়া
এই বিধি লিখিল করমে।।
আমারে লইয়া সঙ্গে কেলি-কৌতুক-রঙ্গে
ফুল তুলি বিহরই বনে।
নব কিশলয় তুলি শেওজ বিছায়ই
রস-পরিপাটীর কারণে।।
আমারে লইয়া কোরে অনিমিখে মুখ হেরে
যামিনী জাগিয়া পোহায়।
সো হেন গুণের পিয়া কোন খানে কিবা মনে
কার সনে পিরিতি বাঢ়ায়।।
এতেক দিবস হৈল প্রাণনাথ না আইল
কারু মুখে না পাই সম্বাদ।
গোবিন্দদাস চলু শ্যাম বুঝাইতে
বাঢ়ল বিরহ-বিষাদ।।