এইবার করুণা কর লোকনাথ গোঁসাই।
দীনহীনের তুমি বিনে আর কেহ নাই।।
তোমার চরণে আমার এই নিবেদন।
সদাকাল থাকে যেন চরণে শরণ।।
কি করিব কোথা যাব করি অনুবাদ।
দীনহীন জানি প্রভু ক্ষেম অপরাধ।।
আমি অতি মূঢ় মতি না জানি ভকতি।
কি গতি হইবে মোর বোল প্রাণপতি।।
নিকটে যাইতে নারি আমি দুরাচার।
কৃপা কর নিজ গুণে মহিমা অপার।।
অপার মহিমা তোমার বুঝিতে না পারি।
কৃপা করি পার কর অনাথের কাণ্ডারী।।
নরোত্তম দাসে বোলে মিনতি আমার।
কৃপা করি কর দয়া করুণা সাগর।