এই অনুমান করে গোপীগণ
আকুল হইয়া প্রাণ।
“কেমন রহিবে কহ কহ দেখি
রসিক নাগর কান।।”
কহে গোপীগণ– “শুনহ বচন
এই সে ভালই মানি।
কৃষ্ণ ছাড়ি গেল কি আর করিব
তবে সে তেজিব প্রাণী।।
যে জনা না দেখি আঁখির পলকে
তবে সে মরিয়া থাকি।
দেখিলে জুড়াই এ পাপ পরাণ
শুনগো মরম সখি।।
তিলেক কখন যা সনে বিরোধ
যদি বা কখন হয়।
লাখ যুগ মানি কি হয় না জানি
এমন গতিকে কয়।।
সে জন বিহনে বাঁচিব কেমনে
তবে কি পরাণে জীব।
আঁখি আড় হৈলে অবলার প্রাণ
তখনি মরিয়া যাব।।
যাহার কারণে সব তেয়াগিনু
কুলেতে দিয়াছি ডোর।
গুরুগরবিত এহেন বেথিত
যত জন প্রাণ মোর।।”
চণ্ডীদাস বলে– “শুন ধনী রাধে
ঐছন পীরিতি তার।
এমতি পীরিতি ছাড়িব কেমনে
যমুনা হইব পার।।”