এই বার করুণা কর চৈতন্য নিতাই।
মো সম পাতকী আর ত্রিভুবনে নাই।।
মুঞি অতি মূঢ়মতি মায়ার নফর।
এই সব পাপে মোর তনু জরজর।।
ম্লেচ্ছ অধম যত ছিল অনাচারী।
তা সভা হইবে বুঝি মোর পাপ ভারী।।
অশেষ পাপের পাপী জগাই মাধাই।
অনায়াসে উদ্ধারিলা তোমরা দুভাই।।
লোচন বোলে মো অধমে দয়া নৈল কেনে।
তুমি না করিলে দয়া কে করিবে আনে।।