এই মন্ত্র ঝাড়ে গোয়ালা চেতনি
বান্ধেন রক্ষার টোনা।
বুকে দিয়া কর ঝাড়ে নিরন্তর–
“রাখহ কালিয়া সনা।।
দেব ঋসিকেস মাধব মুকুন্দ
রাম দামোদর হরি।
জয় পদ্মনাভ বামন অচ্যুত
* * বনমালি।।
জয় প্রজাপতি চক্রিন মুরূতি
ত্রিবিক্রম নারায়ণ।
জয়তি শ্রীধর আর বেদগর্ভ
এই সে * কন।।
সভাই সুহাএ ধরি তুয়া পাএ
রাখহ বালক মোর।
* * * *
দিয়া বর-ডোরি কানন সমুহে
আসুরে করহ পাত।
জাদুর উপরে জে করে আড়তি
তার মুণ্ডে পড়ু ঘাত।।
চাহিতে তাহার দেখে অন্ধকার
দেখিতে নাহিক দেখে।
জেন কাল সাপে করএ দংশন
জাইয়া তাহার বুকে।।
জে করে আমার জাদুর হিংসন
তার মুণ্ডে পড়ু বাজ।
এই সে বিনতি করিয়ে আরতি
নহে দেবে পাবে লাজ।।”
নন্দের গৃহিনি করে স্তুতি-বাণি
সুনিতে দেবের মোহ।
আচম্বিতে বানি কহে দেবগন–
“চিন্তা না করিহ এহ।।
তোমার জাদুরে কেবা লঙ্ঘিবারে
পারএ সকতি কার।
তোমার ঘরেতে এমত ছায়ালে
মহিমা নাহিক জার।।”
কহে চণ্ডিদাস– “ভয় না করিহ,
সুনহ জসদা রানি।
গোলক-সম্পদ কোলে আরপিত
এ ধন পাইলে তুমি।।”