একটি ফুলের তিনটি রসে আদম-শহর
সিং দরজা খুলিয়া রাখলে লুছকা কি সুন্দর।।
দশটি জিল্লা নয়টি থানা আরো চৌদ্দ জেলখানা,
চাইর কাচারি আটনম্বরে রাখনি খবর।।
ষোল্ল জনে দেয় পাহারা, চারিজনে শহর বেড়া,
সদরেতে এক সিরিস্তা, মুরশিদের শহর।।
দুনিয়া স্বপনের ঘোর; ভাই বন্ধু সকলি পর,
মন-কানাইয়ে বাজায় বাঁশী জঙ্গলের ভিতর।।
কোরান-হদিছ পড়ো ভাই, আপন ঘরের খবর নাই,
তত্ত্ব জাইনে মত্ত হইয়ে মরার আগে মরো।।
আবদুল্লা ও দীনহীন, আপন খোদা, আপ্‌নে চিন,
না চিনিলে নবীর দিন উপায় কিরে তোর।।