একদিন ধনি নিকুঞ্জে বসিয়া
গাঁথিল ফুলের হার।
মল্লিকা মালতী জাতি যুথী দিয়া
করিল শেজ বিথার।।
শ্যামের লাগিয়া রহিল জাগিয়া
সখীসহ বিনোদিনি।
ত্রিযাম রজনী শুক উজরল
দেখিয়া আকুল ধনি।।
নিশির ভূষণ খদ্যোতিকা তারা
মণি হল জোতি হীন।
তাম্বুলের রাগ অধরে মিলাল
বদন হইল ক্ষীণ।।
শ্যামের আশায় নিরাশা হইয়া
সখীরে কহিছে রাই।
বলনা কি করি ওলো সহচরি
ঐ দেখ নিশি যায়।।
আসিব বলিয়া এলনা নাগর
সকলি হইল বৃথা।
যাও সহচরি শ্যাম অন্বেষণে
আছয়ে নাগর যথা।।
শঠের সহিতে পিরিতি করিয়া
এতেক দুর্গতি মোর।
আজি হাম তথি গমন করিয়া
দেখিব কেমন চোর।।
হাতে লোতে ধরে তারে সাজা দিব
ভেক বদল করি।
কহে বলরাম বিলম্ব কর না
গমন করহ প্যারি।।