একদিন মহাপ্রভু নবদ্বীপ পুরে।
সঙ্গে লয়্যা ভক্তবৃন্দ সংকীর্ত্তন করে।।
সংকীর্ত্তন মাঝে গোরা আধ আধ হাস।
মনে পড়ে মহাপ্রভুর পূরব বিলাস।।
ঝুলনা ঝুলিব বলি মনেতে পড়িল।
সখাগণে গোপীভাবে মনেতে করিল।।
ঝুলনা ঝুলয়ে গোরা অতি অনুপাম।
আনন্দে ভরু সবে ঝুলনা ঝুলান।।
হেরি গদাধর মুখ মন্দ মন্দ হাস।
দূরহি দূর রহু গোবিন্দদাস।।