একসরি যাইতে যামূন তীর।
অলখিতে আয়ল শ্যামশরীর।।
অসম্বরে ছিল মোর অঙ্গ উদাস।
কত বেরি বেরি হেরি হেরি মৃদুহাস।।
এ সখি এ সখি অপরূপ কাজে।
দীঠহি দীঠ পড়ল রহি লাজে।।
আগে আগে অনুসরি ফিরি ফিরি চায়।
বিহসি বয়নে ক্ষণে বয়ন লাগায়।।
আন ছলে কত যে করয়ে পরিহাস।
যে বুঝিয়ে ভালে সে কুলজা কুলনাশ।।
শুনইতে মধুর মুরলিরব থোর।
খসয়ে কাঁখের কুম্ভ নীবি নিচোর।।
কি দেখিলুঁ কি শুনিলুঁ কহনে না যায়।
জ্ঞানদাস কহে পিরীতি জুয়ায়।।