একি পরমাদ আই।
লোকের বদনে শুনি যে শ্রবণে
তাহাই দেখিতে পাই।।ধ্রু।।
তোমার আমার বাপের কুলেতে
কখন কথাটি নাই।
তবে কেন তুমি কানু কানু করি
সদাই জপহ রাই।।
কানু নাম শুনি চমকি উঠহ
পুলক তাহার সাখী।
কালা-রূপ দেখি ছলছল আঁখি
বেকত এসব দেখি।।
আমি ননদিনী সব রস জানি
পাশার এ চৌপিঠ।
কহে শিবরাম বুঝিলুঁ কথায়
তুমি সে বড়ই ঢীট।।