একে বিরহানল দহই কলেবর
তাহে পুন তপনক তাপ।
ঘামি গলয়ে তনু নুনিক পুতলি জনু
হেরি সখি করু পরলাপ।।
মাধব পেখঁলু সো বর রমণী।
দিনে দিনে খীণ হীন তনু-অভরণ
গলি গলি মীলত ধরণী।।
ঋতু বসন্ত অন্ত করি আওল
গিরিষ কাল বলবন্ত।
দারুণ জীবন আশে নাহি যায়ত
হেরত এ তুয়া পন্থ।।
কত পরবোধি গোঙায়ব সহচরি
চৌঠ মাস বহি গেল।
গোবিন্দদাস কতয়ে সম্বাদব
অগতিগতিক মঝু ভেল।।