একে সে কনয়া কষিল তনু।
শশিনি কলঙ্কদমন জনু।।
তাহাতে লোটন চাঁচর কেশে।
মাতায়ে রঙ্গিণী সুষমা লেশে ।।
কিবা অপরূপ গৌরাঙ্গশোভা।
এ তিন ভুবন রঙ্গিণী লোভা।।
অরুণ পাটের বসন ছলে।
তরুণীহৃদয় রাগ উছলে।।
বাহু উঠাইয়া মোড়য়ে তনু।
ছটায় বিজুরী ঝলকে জনু।।
পিছলে লোচন চাহিলে অঙ্গ।
তনুতে তনুতে তরঙ্গ রঙ্গ।।
কেশর কুসুমে সুষম দাম।
যদু কহে সব ভাঙ্গল মান।।