“একে সে সুন্দরী কনক পুতলি
খঞ্জন লোচন তার।
বদন-কমলে ভ্রমরা গুঞ্জরে
তিমির কেশের ভার।
সই, নবীন কলিকা সে।
দৈবে উপজিল দেখিতে পাইল
কাহারে সুধাব কে।।
নয়ন উজরে পরাণ জুড়য়ে
ধৈরয ঘুচাল মোর।
সঙ্গে কেহো নাই শুন ওরে ভাই
মদনে করিল ভোর।।
কিবা দন্ত দ্বিজ দাড়িম্বের বীজ
ওষ্ঠ বিম্বক শোভা।
দেখিয়া ওরূপে মদন কুলুপে
মনেতে হইল লোভা।।
গলার যে মাল শোভিয়াছে ভাল
তাম্বুল বদন তার।
চর্ব্বিত চর্ব্বনে পড়িছে বদনে
বহিছে পিঙ্গল ধার ।।”
চণ্ডীদাসে বলে গিয়াছিল জলে
আইল আপন ঘরে।
রাজার ঝিয়ারি সুন্দরী নাগরী
তুমি কি করিবে তারে।।