এক গোপী ছিল পতির শয়নে
ত্যজিয়া যাইতে তারে।
তার পতি ইহা জানিল শয়নে
তাহারে ধরিল বলে।।
এত নিশি বল কোথারে গমন
সরম নাহিক তোর।
লোকে অপযশ কুযশ কাহিনী
কুলেতে নাহিক ডর।।
বড় বিপরীত দেখি তোর রীত
এ নিশি কোথায় যাবে।
কুলটা হইলি কলঙ্ক রাখিলি
মারি দুখ যায় তবে।।
ত্যজিয়া আমারে যাহ কোথাকারে
এ বড় বিষম দেখি।
বহুত গঞ্জনা শুনি নিঃশবদে
রহিল কমলমুখী।।
যখন তাহার ঘুমাইল পতি
তখন ত্যজিয়া গেল।
রসের আবেশে চলিল সুন্দরী
কিছুই নাহি শুনিল।।
ভয় পরিহরি চলিল সুন্দরী
যেখানে নাগর কান।
চণ্ডীদাস ভণে কিছুই না মানে
এমনি বাঁশীর তান।।