এক তিল তিল আধ যো ধনী তুয়া বিনে
জীবন রাখিতে সন্দেহ।
সো চির পরিহরি তুহুঁ আয়লি হরি
পুরে রহলি করি গেহ।।
বিরহিনী তুহারি অবধি গণি অনুখণ
নখর লিখব ক্ষিতি খোই।
ঝামরি পাণি হানি উর পরি পুন পুন
পামরী পাঁতরে রোই।।
ধনী বহু কঠিনী অবহু জীউ রাখএ
হামারি গমন প্রতিআশ।
ভবন যাই ভণব যব ইহ সব
তৈখনে জীবন নৈরাশ।।
বিদগধ নাগর অন্তর কাতর
শুনইতে ঐছন বাণী।
নীলাম্বর হেরি আঁখিজলে পূরল
পুরুব লেহ হৃদি মানি।।