এতক্ষণে রাই ঘুমাওল
দুই বাহু রাহু যেন চাঁদে গরাসল।
কনক লতিকা যেন তমালে বেঢ়িল ।।
চাঁদ বদন বদন চাঁদ ইন্দু বদন শশী।
দুই চাঁদে এক যেন চাঁদে মিশামিশি।।
শ্যাম-নাসা নিশ্বাসে রাইয়ের মোতি দোলে।
জাহ্নবীর জলে যেন কনক মালা খেলে।।
দুরহু দূরে গেও যত সখিগণ ।
নরোত্তম দাস কহে শয়ন-মিলন।।