এতহি কহল যব কানু শুনই তব
আয়ল দূতিক সাথ।
যাঁহা ধনি বৈঠত দ্রুত চলি আওত
করই কতহি প্রণিপাত।।
বিমুখি-ভাব তব পরিহর সুমুখি গো
বিনতি গদ-গদ নাথে।
ইহ বেরি মোহে হেরি সব দোখ খেমহ
হরি লাগি ধরি তুয়া হাথে।।
তব ললিতা সা ত্বং ললিতায়া ইতি
ব্রজ মহ কো নহি জান।
আঁচর পাতি হম তুয় পাশে মাগিয়ে
মান-রতন দেহ দান।।
বদতি তটস্থা মান-বিতস্থা
রাই-শ্রুতি–নিকটে বিশাখা।
ও বহু-বল্লভ সহজহি দুল্লর্ভ
পুন কাহাঁ পায়বি দেখা।।
চিত্রা চম্পক- লতিকা আদি করি
বহুত বুঝায়লি বাণী।
চন্দ্রশেখরে কহে দুহুঁ জন সমুঝল
হম দুহুঁ-অন্তর জানি।।