এতহুঁ বিলাপ করল ললিতা সখি
ঊড়ি চলল বর হংস।
কানুক পাশ চলল অনুমানিয়া
তবহিঁ বহুত পরশংস।।
আওল পুন যাহাঁ কিশলয় শেজহি
শুতি আছয়ে ধনি রাই।
চৌদিগে সহচরি-গণ তহিঁ বেড়িয়া
রোয়ত আনন চাই।।
হেরি ললিতা সবহুঁ পরবোধই
কহতহিঁ মৃদু মৃদু ভাষ।
এ দুখ কহিতে বর দূত পাঠায়লুঁ
মধুপুর কানুক পাশ।।
এত শুনি বিরহিণি চেতন পাওল
হোয়ল জিবনক আশ।
এ সব প্রলাপ-বচন কিয়ে বোলব
দুখি রাধামোহন দাস।।