এতেক বচন যদি গোপীগণ বৈল।
শুনিয়া প্রভুর মনে দয়া উপজিল।।
পরিহরি রমণ রসিক-রাজ ধীর।
অমিয়া বচনে সব সেচিল শরীর।।
আপনে কবরি হরি ধরি ধরি বান্ধে।
বসনে বসনে বিগলিত নিবিবন্ধে।।
গাঁথিয়া গাঁথিয়া পুন গজমতি হীর।
পুনরপি কণ্ঠে মালা দিল সভাকার।।
এতেক দেখিয়া নন্দ-সুত-অনুগতি।
গোবিন্দদাস কহে সভাকার প্রতি।।