এত সব রাইক কহলুঁ বিলাপ।
আর কত আছয়ে মানস তাপ।।
জগতহিঁ কোঁ অছু সো করু গান।
রসিক-শিরোমণি সব তুহুঁ জান।।
ঝটিতে চলহ ব্রজ মধুপুর ছোড়ি।
পরতেখ দেখবি যৈছন গোরি।।
সখীগণ মরমে মরত সোই দুখে।
কহবি এতেক সব মাধব সমুখে।।
এত কহি আওল প্রিয় সখি ঠাম।
উচ করি বোলল প্রাণনাথ-নাম।।
তৈখনে পাওল রাই পরাণ।
করু রাধামোহন-পহুঁ গুণগান।।