এমন কালিয়া চান্দে কে আনিল দেশে।
অকলঙ্ক কুলেতে কলঙ্ক রৈল শেষে।।
চান্দের উপরে চান্দ চান্দের টালনি।
তিন চান্দ এক ঠাঁই কভু নাহি শুনি।।
দশ চান্দ নাচে গায় মুরলীর রন্ধ্রে।
আর দশ চান্দ রাঙ্গা চরণারবিন্দে।।
গগনেতে এক চান্দ তাই মোরা জানি।
ঘাটের মাঝে চান্দেরগাছ কে রুপিল আনি।।
হাতে চান্দ পায়ে চান্দ আর চান্দ কপালে।
এমন কভু শুনি নাই যে চান্দের গাছ চলে।।
যদুনাথ দাসে কয় হরষিত হৈয়া।
চান্দ নহে নন্দসুত আছে দাঁড়াইয়া।।