এমন বসন্তকাল বন্ধু নাই যে পাইলু। গাঁথিয়া পুষ্পের মালা পন্থে চাইয়া রইলু।
ফুটিছে নানান ফুল ডালের উপর। ফুলের মালা গাঁথি আমি যাইমু কোন সহর।।
সুগন্ধ পুষ্পেরে পাইয়া ভ্রমরা পাগল । বন্ধু বন্ধু করি রাধা হৈয়াছে বিফল।।
কিকরিমু কোথা যাইমু দুখ আইল মনে। রাধার মনের কথা পরাণকালা জানে।।
ছৈয়দ শাহানূরে বোলৈন রাধা মহামতী।
ছাড়াইতে না ছাড়ন যায় সুজনের পিরীতি।।