এমন বেশে গোকুল দেশে
নিয়ে তাসি তলে (?)।
রূপের ঠাটে তেঁই সে নাটে
সদাই কদমতলে।।
সব ছাড়িয়া ব্রজের নারী
দিয়াছে জাতি কুল।
বিনোদ নাগর রসের সাগর
মজাল্ছে‌ গোকুল।।
হেন আমরা মনে করি
পরিহরি লাজ।
হেমের মালা করে পরি
রাখি হিয়ার মাঝ।।
আর যুবতী বলে শুন
কহিলে ভাল মেনে।
চক্ষে ভরা এই য়ে নাগর
রাখিব মনের সনে।।
আর রমণী কহে ভাল
কহিলি ও লো দিদি।
বিরল পেলে কহিব ভালে
কাল আসে গোকুল দি (?)।।
এমন করে থাকি সঘন
ছাড়ি গৃহের কাজ।
হিয়ার ভিতর রাখি সদাই
এই সে নাগররাজ।।
চণ্ডীদাস কহিছে শুন
এই যে ভালই মানি।
প্রেমে তোমরা বান্ধ তারে
সুধা রসের খনি।।