এমন রূপের ছটা।
ভুবনমোহন বেশ করেছে
যেমন মেঘের ঘটা।।
বন-ফুলে চূড়া বাঁধে
কিবা ছলে নাট।
সোণার থোপে কসে বাঁধে
যেন মুকুতার হাট।।
মণিমাণিকে গাঁথা মালা
তায় দিয়াছে বেড়া।
ময়ূর-পাখা উড়ে বায়ে
কিরণ-মাখা চূড়া।।
কোন যুবতী বাঁধে চূড়া
সেই সে আপন মনে।
হাসির ঠাটে জগৎ টুটে
মধু ঝরে ঘনে।।
গলায় মালা ভুবন-আলা
হাতে মোহনবাঁশা।
মদন দেখি রূপ রাখি
মাঝারে জলদ পশি।।
প্রেম-নাগরীর কথা শুনে
কহে চণ্ডীদাস।
ও রূপ দেখি কোন্ যুবতী
চলে যাবে বাস।।