এ অতি কমলিনি উহ সুকুমার।
রসভরে নিজ নিজ নাহিক সাম্ভার।।
নয়ন ঢুলাঢলি ঘরমিত মুখ।
অঙ্গ মোড়ায়নি ভূরি কৌতুক।।
হোর দেখ রে সখি দুহুঁ অবলীলা।
দুহুঁ জন দুহুঁ অঙ্গে রহতহি হিলা।।
হেরি দিঠি অঞ্চলে হরি মুখ চাই।
অঞ্চলে বীজই ভূরি চমকাই।।
রসবতি রাই রসিক বর হেরি।
কহতহিঁ হাসি সরস তনু তেরি।।
কহইতে নিরখই শ্যাম বয়ান।
মৃদুতর কর দেই ঠেলই ঘাম।।
দুহুঁ পদ চলনে না পায়ই থেহ।
নরতন রাখি থাকিত ভেল দেহ।।
চৈতন্য চরণ ধন কৃষ্ণকান্ত দাস।
তবহুঁ মিলাব দুহুঁ শেজক পাশ।।