এ কথা কহিতে সব সখিগণ
কহিছে রাধার কাছে।
স্বপন আপন না হয় কখন
শয়ে এক সাঁচা আছে।।
হেন বেলে মোর নিঁদ দূরে গেল
হিয়ায়ে হইল দুখ।
সেই সত্য মোর কিছু নাহি ভায়ে
অঙ্গেতে নাহিক সুখ।।
কোন সখী বলে অনুভবে দেখি
ঐছন করিয়া হিয়া।
কি জানি স্বপন কি না হয় পুন
গণাহ গণক লয়া।।
ভাল না কহিলে মরম সখি হে
মনেতে লাগল মোর।
দেয়াশীর ঘর যাহ একজন
বুঝহ ইহার ওর।।
এক গোপনারী দেয়াশীর ঘর
গেল সে বিরসমতি।
গৌরীর মাথায়ে ফুল চড়াইয়া
বুঝহ এ কাজ গতি।।
ফুল চড়াইল গৌরীর মাথায়ে
দেয়াশী কহিছে ভালে।
যে কারণে পোপী আরাধল আসি
দিবে সে মাথার ফুলে।।
ফুল নাহি নড়ে ভূমে নাহি পড়ে
দেয়াশী কহল তায়।
অতি অমঙ্গল পড়ল গোকুল
না জানি কি জানি হয়।।
চণ্ডীদাস বলে শুন গোপনারি
সকল মিছাই নয়।
কখন কখন কাজের গোচর
কিছু কিছু সত্য হয়।।