এ কথা শুনল শ্রবণ ভরিয়া
কৃষ্ণ না আইল আর।
মধুপুরে রহে সব জন কহে
রহিলা যমুনা পার।।
বরজ-রমণী কুলের কামিনী
সবে গেলা রাধা পাশে।
“নন্দঘোষ আসি পুরেতে প্রবেশি,
গোবিন্দ মাথুর দেশে।।”
এ কথা শুনিয়া সবে এল ধেয়া–
“এ কি পরমাদ শুনি।
ছাড়িল গোকুল রহে বহুদূর
স্বপনে নাহিক জানি।।
আছিল মনেতে আসিব গোকুলে
তা মেনে নৈরাশ ভেল।
বরজ-রমণী কুলের কামিনী
সবার পরাণ গেল।।
যাই একজন নন্দের ভুবন
বুঝহ কি রীতি তার।
তবে পরিণাম করি যতজন
শুধিব তাহার ধার।।”
চণ্ডীদাস বলে– “শুন বিনোদিনি,
বজর পড়িল মাথে।
মধুপুরে রহে কানু গুণমণি
বড় ভেল অনুরথে।।”