এ কথা শুনিঞা বলে কংস রাঅ–
“দেবতার কথা মিথ্যা।
কহিলা অষ্টম গর্ভে পুত্র হব,
প্রসব হইল সুতা।।
দেব-বাক্য আন নহিল পুরিত
কি জানি এই সে সুতা।–
অষ্টম গর্ভের এই পুত্র রিপু
ইহারে বধহ তথা।।”
রাজ-আজ্ঞা পাঞা প্রহরী যতেক
চলিলা সে কন্যা লঞা।
শিলায়ে মারিতে গেলা সে তুরিতে
অতি হরসিত হঞা।।
ধরি দূত পায়ে উঠাইঞা ঠাএ
শিলাতে আছারে জবে।
পিছলিআ হাথ আকাশে চলিল
কহিতে লাগিল তবে।।–
“মোরে কি ধরিবে আরে দুষ্ট কংস,
তোমারে বধিব জে।
তোমারে বধিব সেই সে পুরুষ
গোকুলে জন্মিল সে।।”
এ কথা কহিঞা চলিল ভবানী
আকাশ-মণ্ডল দিআ।
শুনি কংসাসুর তটস্থ হইল
কাষ্ঠের পুতলি কাআ।।
দেব-কথা কভু নাহি হয়ে আন
কহিআ চলিল সেই ।
ভয়ে মহাভয় পাঞা কংস রায়
ভাবিতে লাগিলা তাই।।
ধরিল ধরণী এই বাক্য শুনি
তেজিল আহার পানি।
আনি দূতগণে সভারে চাপিল
চণ্ডিদাসে কহুঁ পুনি।।