এ কথা শুনিঞা হাসিআ শ্রীহরি
কহিতে লাগল শুনি।
“ইহার উপায় রচিব সকল
নিজস্থানে জাহ তুমি।”
ধরণীরে তুসি বৈকণ্ঠ-ইশ্বর
ছাড়িআ নিশ্বাষ নাসা।
তাহে উপজিল এক নিরমল
রূপসী সুন্দরী পাসা।।
অতি অনুপাম ভুবন-ভুবন
নাহিক তোলনা দিতে।
লাখবান সোনা তপত বরণা
দেব বিদ্যাধরী জিতে।।
নয়ন খঞ্জন ওষ্ঠ রাতাসম
দশন কুন্দের কলি।
তাহাই দেখিআ ফুলের ভরমে
উড়িআ পড়িছে অলি।।
বিল্ব যুগ দেখি কির সুকপাখী
সে জে খাইতে চাহে।
উড়ি উড়ি ফিরে ফলের ভরমে
ওষ্ঠ ঠোকারিয়া জাএ।।
নিবিড় নিতম্ব করি-অরি জিনি
কিবা সে বাহুর টাল।
চরণ যুগল যেমন হিঙ্গুল
দিন চণ্ডিদাসে গান।।