এ কথা শুনিয়া বিনোদিনী
অধিক হইলা বিরহিণী।।
“কি আর করিব সখি বল।
কানু বড় নিদয় হইল।।
বনে বনে খুঁজিতে মাধাই।
তার দরশন নাহি পাই।।
তেজব কঠিন পরাণ।
সে পহুঁ করল নিদান।।
জানল দোহে ভেল বাম।
আমরা কি পাওব কান।।
যার লাগি তেজহ গেহ।
তছু পদে সোপনু দেহ।।
গুরুজন পরিজন-আশ।
দূরে ডারনু অভিলাষ।।
কুবচন করিল ভূষণ।
অপথ সপথ কৈল পণ।।
পাড়ার পড়সি দিল ডোর।
সে কানু করল নিজ কোর।।
নিশ্চয় তেজল গুণমণি।
অনুরাগে যতেক গোপিনী।।”
দীন চণ্ডীদাস বলে তায়।
এখনি মিলব যদুরায়।।