এ কথা সুনিঞা সুক-সনাতন
জত দেবগণ তারা।—
“গোলক-সম্পদ মুখে করি লয়া
তিলেকে করিলে হারা।।
কোথা না পাইব সে হেন সম্বদ,”
বেথিত দেবতা জত।
ফলের লাগিয়া বিরষ বদন
নয়ন ঝুরিলা কত।।
“কহ সুক পাখি কি কাজ করিলা
সে ফল পেলিলে কতি।
অনেক রতন খুজিলে পাইয়ে
তাহে নহে কোন গতি।।”
সুক কহে তাথে– “আমি কি করিব
উড়িয়া যাইতে তেজে।
সে ফল ভাঙ্গল ওষ্ঠের ভারেতে
সায়রে পড়ল সে জে।।”
দেব অভিমান নহে সমাধান
ফলের কারণে ঝুরে।
চণ্ডিদাস বলে– খুজিলে পাইবে
সেই সায়রের নীরে।।