এ কোন রঙ্গ তোর দেবি জিজ্ঞাসিল।
পূর্ব্বে বৃত্তান্ত কথা সুবল কহিল।।
সুবল বলেন দেবি তোারে নিবেদি।
কি করে আসিবে ঘরে বৃষভানু-ঝি।।
যোগমায়া করে তবে যুকতি যোজনা।
মৃত্যু আরাধনা লাগি করিল মন্ত্রণা।।
চতুর ললিতা সখি বুদ্ধি উপাজিল।
সূর্য্যপূজার ভাব তখন মনেতে রচিল।।
ললিতা করিয়া সঙ্গে সত্বরে গমন।
জটিলা কুটিলা পাশ দিল দরশন।।
জটিলা কুটিলা পাশ পুন কহে যাই।
তোদের হয়ে বধূ লয়ে পূজিব দেব রায়।।
কুটিলা কহে ভগবতি মাই।
সূর্য্যপূজায় কিবা হয় কহ কিবা চাই।।
যোড়শ উপচার কিবা পঞ্চ উপচারে।
লাড়ু ঘৃত নবনীতে পূজি সব বরে।।
জটিলা কুটিলা শুন আনন্দিত মন।
গোবিন্দদাস কৈল দীন আয়োজন।।