এ ঘর-দুয়ার জেন লাগে বিষ
তাহার লাগিয়া কই।
রাতি দিন লোরে আখি না চলয়ে
হরি হরি করি রোই।।
শয়নে সপনে আন নাহি মনে
সদাই সে গুণ গাই।
আহার ভোজন কিছু না রুচয়ে
তোমারে কহিল এই।।
জদি বা কখন সাধু প্রয়োজন
ঘুমেতে নয়ন টল ।
সপনে সদাই বরণে লেখিয়ে
নিরবধি দেখি কাল।।
বড় নিদারুণ অতি নিকরুণ
তিলেক নাহিক দয়া।
অবলা বধিতে আখের পলকে
পরাণে কটাক্ষ দিয়া।।
অলপ ইঙ্গিতে সবারে তেজল
তিলেক নাহিক দয়া।
সকল ছাড়িয়া ও রাঙ্গা চরণে
লঞাছিল পদছায়া।।
চণ্ডীদাস মনে সুনিঞা বেথিত
পুলকে মাতল তনু।
মথুরা তেজিল সভারে কহিল
তুরিতে আয়ব কানু।।