এ ধনি এক নিবেদন তোয়।
কনক শম্ভূ এক ভেখ বিলোচন
দোসর দেখায়বি মোয়।।
কর পল্লবে হম ইহ হর পূজব
খোলহ নীল নিচোল।
পাণিক তলে হম কপোল বজায়ব
করতালি তুঁহু কর বোল।।
শুন ব্রজ বল্লভ ইহ কিয়ে সম্ভব
সহজই জাতি অহীর।
আদি বিশেশর দেব পুরন্দর
কৈছে পরশবি উহ শীর।।
দেব বিশেশর আদি পুরুষবর
আকূল জন নাহি জান।
নিবেদিয়ে পুনঃ পুনঃ কহে কবিরঞ্জন
দেহ আলিঙ্গন দান।।