এ ধনি এ ধনি বচন শুন

এ ধনি এ ধনি বচন শুন।
নিদান দেখিয়া আইনু পুনঃ।।
না বাঁধে চিকুর না পরে চীর।
না খায় আহার না পীয়ে নীর।।
দেখিতে দেখিতে বাড়ল ব্যাধি।
যত তত করি নহিয়ে সুধী।।
সোনার বরণ হইল শ্যাম।
সোঙরি সোঙারি তোহারি নাম।।
না চিনে মানুষ নিমিখ নাই।
কাঠের পুতলি রহিছে চাই।।
তুলা খান দিলে নাসিকামাঝে।
তবে সে বুঝিনু শোয়াস আছে।।
আছয়ে শ্বাস না বহে জীব।
বিলম্ব না কর আমার দিব।।
চণ্ডীদাস কহে বিরহ বাধা।
কেবল মরমে ঔখদ রাধা।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ