এ ধনি এ ধনি বচন শুন।
নিদান দেখিয়া আইলুঁ পুন।।
দেখিতে দেখিতে বাঢ়ল ব্যাধি।
যত তত করি না হয়ে সুধি।।
না বান্ধে চিকুর না পরে চীর।
না খায়ে আহার না পিয়ে নীর।।
সোনার বরণ হইল শ্যাম।
সোঙরি সোঙরি তাহার না।।
না চিহ্নে মানুষ নিমিখ নাই।
কাঠের পুতলী রৈয়াছে চাই।।
তুলাখানি দিলুঁ নাসিকা মাঝে।
তবে সে বুঝিলুঁ সোয়াস আছে।।
আছয়ে সোয়াস না রহে জীব।
বিলম্ব না সহে আমার দীব।।
চণ্ডীদাস কহে বিরহ বাধা।
কেবল মরমে ঔষধ রাধা।।