এ ধনি ঐছন কহবি মোয়।
কৈছন কৈছন দেখিয়ে তোয়।।
নয়ান বয়ান আনহি ভাতি।
কহিতে কাহিনি ভুলসি পাঁতি।।
সরঙ্গ অধর বিরঙ্গ ভেলি।
কা সঞে কামিনি কয়লি কেলি।।
বেকত ভৈ গেল গোপত কাজ।
অতয়ে কাহারে করহ লাজ।।
সঘনে জঘন কাঁপয়ে তোর।
মদনমথন কয়ল জোর।।
গৌর পয়োধর ভেলহু রাত।
নখের আঁচড় ঝাঁপসি তাত।।
খিণহুঁ খিণহুঁ হেরিয়ে তাই।
সঘনে বদনে উঠিছে হাই।।
পুলকে পূরিত সকল গা।।
চলসি মন্থর অথির পা।।
অমিয়াসায়র তুহুঁ সে রাই।
মুকুন্দমাতঙ্গ বিহরে তাই।।
তে বুঝি এমন বিতথা দেখি।
বেকত করিয়া না কহ সখি।।
কহয়ে শেখর কি কর লাজে।
কহ না কাহিনি সখির মাঝে।।