এ ধনি পদুমিনী শুন মঝু বাত।
ঐছন মীলবি নায়র সাথ।।
যতনে বসন অঙ্গে রাখবি গোই।
রহবি লাজাই জনু রাত না হোই।।
অবনত বয়ানে রহবি ক্ষিতি হেরি।
খেনে আধ নয়নে চাহবি বেরিবেরি।।
খেনে কুচযুগ চীর করবি উদাস।
খেনে খেনে ছোড়বি দীঘ নিশ্বাস।।
খেনে খেনে নিবিবন্ধ বান্ধবি ঝাড়ি।
নিরখি লুবধ জনু হোয়ত মুরারি।।
যবহু যতন তোহে করবহু নাহ।
নিরব না বোলবি বচন নিরবাহ।।
সুরত পিয়াসে পিয়া ধরবহু হাথ।
অনুমতি না দেঅবি ঢুলায়বি মাথ।।
কোরে করব যব রসিক সুজান।
পরিহার মাগবি পালটি বয়ান।।
যব তোহে অনুমতি চাহব কান।
লহু লহু বোলবি অমিঞা সমান।।
চুম্বন বেরি করবি মুখ বঙ্কা।
সুরতি সময় জনু পাঅবি শঙ্কা।।
কহ কবিশেখর চলু সুকুমারী।
তুয়া লাগি আকুল ভেল মুরারি।।