এ ধনি সুন্দরী কি কহব তোয়।
দেহ মুরলী ধনি রাখহ মোয়।।
যতদিন জীয়ব নাগর কান।
ততদিন গাওব তুহারি নাম।।
জীবন অবধি ধনি তুয়াবশ হাম।
গাইয়ে মুরলীতে তুয়া যশ নাম।।
মুরলী বিহনে মোর তনু ভেল ভার।
জীতল মনমথে মুরুলীক তার।।
সো গুণময় বাঁশী কাহে লাগি গেল।
হা হা হত বিধি এত দুখ দেল।।
হেরইতে কানুক ইহ অনুতাপ।
শশিমুখি হৃদয়ে উঠয়ে ঘন কাঁপ।।
ধাধসে ধরি ধনি নাগরপাণি।
ইঙ্গিতে শেখর বাঁশি দিল আনি।।