এ ধন যৌবন লঞা গোরস পসার বঞা
যাহ নানা আভরণ গায়।
আভরণ দিব তল উচিত করিব ফল
কেবা রাখে রাখুক তোমায়।।
দশন মুকুতাপাঁতি কিনা সে কেশের ভাতি
টানিয়া কানড়া বান্ধ খোঁপা।
নাসিকা জিনিয়া বাঁশী মুখানি পূর্ণিমা শশি
সৌরভ সে নাগেশ্বর চাঁপা।।
সিন্দুর সে মনোহর নয়ানে শোভে কাজর
অবতংসে বিরাজতি সোনা।
মন্দ গমনে চল তোমারে সে সাজে ভাল
নাসিকার আগে নাকছেনা।।
শ্রবণেতে বৌলি সাজ গলে ফণিমণিরাজ
লক্ষের কাঁচলি তোমার গায়।
তাড় তোড়ল পর জ্ঞানদাস কহে হের
পাশলি নূপুর শোভে পায়।।