এ সখি হাম কহিয়ে তোহে ফেরি।
রাখবি মন মাহা মিলন বেরি।।
হেরবি যব নব সুন্দর নাহ।
ধৈরয ধরবি যতনে মন মাহ।।
সহজে না ছাড়বি সখীগণ সঙ্গ।
অলস বাধ জনু মোড়বি অঙ্গ।।
বামহি করে শির বসন সমারি।
ছলে দরশায়বি অঙ্গ উঘাড়ি।।
তব যব নাহ মিলব তুয়া পাশ।
না করবি বিরস না দেয়বি আশ।।
বিনতি কাহ্ন করব তুয়া ঠাম।
নিজ কোরে করবে করবি পরণাম।।
অঞ্চল পরশিতে চঞ্চল হোই।
কানু উপেখি রহবি সখী গোই।।
বিহসি বিলোল নয়ন পরকাশি।
সহচরী সাধনে নহি নহি ভাষি।।
সো বর নাগর ইঙ্গিত জানি।
পদ পরিযন্ত পসারব পাণি।।
করে কর বারিতে পরশবি নাহ।
পুরব দুহুঁ মন রস নিরবাহ।।
পরশুরাম কহ যুগতি না ভায়।
মদন কলাগুরু যো দরশায়।।