এ হরি ! নায়রী নবীনা বালা।
কামিনী মানায়বি করিয়া ছলা।।
যখন যে মুখে দাঁড়ায়ে রাই।
করবি মিনতি সেখানে যাই।।
বিনয় বেভারে আনবি পাশ।
মধুর বচনে দেয়বি হাস।।
যে বেলে সরস দেখবি তায়।
সে বেলে পরশ করবি গায়।।
তাহাতে তাহার দেখবি সুখ।
তবে সে চুম্বন করবি মুখ।।
সে সব সকল সহিল যবে।
পীন পয়োধর ধরবি তবে।।
বয়ন চুম্বনে ঘুচাবি লাজ।
লইয়া বসাবি ঊরুব মাঝ।।
নীবি খসায়বি ভুজের বলে।
হাস পরিহাসে করবি কোলে।।
মদন আসন পরশ করি।
রহবি বালার বয়ান হেরি।।
যদিবা যুবতী মূরুছা যায়।
দেয়বি চন্দন করবি বায়।।
অলপে অলপে সাধবি সাধ।
নবীন আলাপে না কর বাদ।।
শেখর নাগরে শিখায় হিত।
রসিক জনার এই সে রীত।।