ঐছন পীরিতি করিয়া এ রীতি
নাগর রসিকবরে।
হরষ বদনে কহল বচনে
প্রেমের পীরিতি শরে।।
গুপথ পীরিতি করে নিতি নিতি
কেহ সে নাহিক জানে।
মধুর মঞ্জরি করে…………
পুড়িয়া কার স্থানে।।
“গেলা নিশাপতি হইব বিহান
রহিতে উচিত নহে।
নব নব রামা তেজি গৃহধামা
যাইতে উচিত হয়ে।।
গেলা চান্দ স্থানে হইল বিহানে
শুনহ নাগর কান।
হরষে বিদায় কর যদুরায়
ইহাতে না কর আন।।”
সবারে কহল হরষ বদনে
চলিতে গৃহের মাঝ।
এথা গোচারণে বালকের সনে
চলিলা নাগর রাজ।।
নিজ নিজ গৃহ করল পয়ান
যতেক ব্রজের রামা।
গুরুজন কেহ নাহি জানে এহ
গুপথ রসের প্রেমা।।
নিজ গৃহকাজে চলয়ে সবাই
আপন গৃহের মাঝ।
কহে চণ্ডীদাস না হয় বেকত
জানল কি রীতি কাজ।।