ঐছন মানে বিমুখ ভৈ রাই।
করে ধরি দোতি মানায়ই তাই।।
রোখে চলই যব করে কর বারি।
চরণে পড়ল তব বাহু পসারি।।
তবহুঁ মলিনমুখি সুমুখি না ভেল।
হোই নৈরাশ তব সখি চলি গেল।।
একলি বনমাহা যাঁহা বর কান।
আওল সখি তাঁহা বিরস-বয়ান।।
কি কহব মাধব মানিনি-মান।
জ্ঞানদাস তাঁহা কি কহিতে জান।।