ঐ না বেশে এসো মোর ঘরে।
এ পথে আসিবে তুমি
দাঁড়ায়্যা রয়্যাছি আমি
তোমা বন্ধু লৈয়া যাবার তরে।।
রবি যখন বৈসে পাটে
মুঞি গেলাম যমুনার ঘাটে
নেহারিয়া চাহি চারি পানে।
আহির বালক যত
তারা আইল যূথে যূথ
আজি তুমি সভার পাছে কেনে।।
দূর গহন বনে
চঞ্চল ধবলি সনে
চান্দ মুখ গেছে শুখাইয়া।
হের আইস মুছাই মুখ
ঘুচুক হে মনের দুখ
যাকু জাতি তোমার বালাই লৈয়া।।
আমার হৃদয় মাঝে
বিচিত্র পালঙ্ক আছে
আসি পাশে রসের বালিস।
তাহাতে শুতিবে তুমি
চরণ সেবিব আমি
দূরে যাবে মনের আলিস।।
এখন আমি যাই ঘরে
মা মোরে আরতি করে
না দেখিলে মে মা পাছে মরে।
রায় শেখরে কয়
যাইতে উচিত হয়
কলঙ্ক রহিবে ব্রজপুরে।।