ঐ শোন বাঁশী কে বাজাইয়া যায়। প্রাণ সখি আস দেখি গিয়া বন্ধু যমুনায়।।
সেত আমার বন্ধু নাকি যে আমার মনচোরা পাখী গো।
যে আমারে দিল ফাঁকি আসলো নাকি শ্যামরায়।
সে যে মোর বন্ধু আসিয়াছে রাধা রাধা বলে ডাকছে গো।
আয় গো রাধে আমার কাছে কদম তলে আয় গো আয়।।
যদি মোর বন্ধু না হইত ‘রাধা’ নাম সে কোথায় পাইত গো।
ডাকছে শোন অবিরত বসিয়া কদম তলায়।।
শীঘ্র করি লও কলসী ডাকছে আমার শ্যামের বাঁশী গো।
মন্দ কয় পাড়ার পরশী শ্যামের বাঁশীর ইসারায়।।
রিয়াছত বলে সয়না দেরী ডাকছে আমার বংশীধারী গো।
ডাকছে শুধু রাই কিশোরী তোরা নিয়ে চল আমায় ।।