ঐ সে উঠে মনে মোর স্বপনে, দেখিলুম চন্দ্র সূর নব ঘনে।। ধু
ত্রিলোক মোহিনী রূপ দেখিনু যাহার, বসিল মনের চক্ষে তেজিনু সংসার।
অপূর্ব দেখিনু যারে কমল ভ্রমরা, সততে উথলে মনে না যায় পাসরা।।
আলি রাজা ভণে রূপ সর্ব সিদ্ধি মুনি, এ রূপ যৌবন মোর সে রূপ নিছনি।।