ওগো রাই সই কি দেখিআ কি শুনিআ
তোরা মোরে দোস গো।
মুই ত না জান কিছু ননদিনী পিছু পিছু
আজুকার বোলে কু-বোল বুলি রোস গো।। ধু
সব সখি এক হৈআ মিছা কথা কৈআ কৈআ
ব্রজকুলে তোলে মিছা রোল গো।
কার ভাবে মনে লাজ দিআছে সভার মাঝ
আজু নাগর দিআছে করি কোল গো।।
হীন অহ্মাণে ভনে এ বচনে রোস কেনে
অঙ্গ তোহ্মার অপরূপ চিন গো।
তরু বাঁশি কদম্বের কুল ত্রিকিণী জবুনার কুল
আজু প্রতি অঙ্গে দাগ ভিন্ন ভিন গো।